ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্বপন দাস (২৫) নামে এক মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার (৬সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ কারাদন্ডাদেশ দেন। স্বপন দাস উপজেলার পাড়িয়া গ্রামের মৃত সরেন দাসের ছেলে।
স্বপন দাস নেশার টাকার জন্য মাকে মারধর করে । তার মা নিরুপায় হয়ে পীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ২০১৮ ৯ ধারা ৩৬-৫ ধারা আইন অনুযায়ী তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) খাইরুল আনাম ডন। তিনি বলেন মাদক সেবন করে মা’কে মারপিট করার অপরাধে ছেলে স্বপনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন তার মা। মায়ের অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকাসক্ত ছেলেকে কারাদন্ড দেওয়া হয়।
আনোয়ার হোসেন আকাশ,রাণীশংকৈল থেকেঃ