ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মুলঘর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সামনে একটি মাইক্রোবাস থেকে ফেলে যাওয়া ৯০ বছর বয়সের অজ্ঞাত সেই বৃদ্ধা উপজেলা শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে বৃদ্ধার পরিচয় এখনও পাওয়া যায়নি।
খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ও বাগেরহাট পিআইবি একটি দল হাসপাতালে আসে এবং মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন।
পুলিশ জানায়, উক্ত বৃদ্ধার কোন পরিচয় না জানার ফলে তাকে বাগেরহাট আঞ্জুমান মফিদুল কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, গত বুধবার (১৪ আগষ্ট) বেলা ১১টার দিকে মূলঘর মুলঘর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর সামনে একটি মাইক্রোবাসে এসে কে বা কারা ৯০ বছর বয়সের অজ্ঞাত এক বৃদ্ধাকে ফেলে রেখে পালিয়ে যায়। যা বিদ্যালয়ের শিক্ষার্থীদের চোখে পড়ার পর বিষয়টি শিক্ষকদের জানায়। পরে বৃদ্ধাকে বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।