ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | মহেশপুর সীমান্ত থেকে ২ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

মহেশপুর সীমান্ত থেকে ২ যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার, ৮ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত থেকে বাংলাদেশি দুই যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।

শুক্রবার ভোরে সীমান্তের ৬১ নং পিলারের জিরোলাইন থেকে ভারতের ফতেপুর বিএসএফের একটি টহল দল তাদের ধরে নিয়ে যায়।

এরা হলেন- মহেশপুর উপজেলার শ্যামকুড় মাঠপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিন্টু হোসেন (৩৫) ও একই গ্রামের কাঞ্চন শেখের ছেলে টোটন মিয়া (২৮)। তারা দু’জনেই গরু ব্যবসায়ী বলে জানা গেছে।

বিজিবির শ্রীনাথপুর ক্যাম্পের হাবিলদার সাইফুল ইসলাম জানান, শুক্রবার ভোরে মিন্টু হোসেন ও টোটন মিয়া সীমান্তের ৬১ নং পিলারের আর টু সাব পিলারের জিরোলাইন পার হয়ে সীমান্তের ওপাড়ে যায়। এ সময় ভারতের ফতেপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধরে নিয়ে যায়।
তিনি আরও জানান, ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশিকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

x

Check Also

‘গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন’ নির্বাচনে মুজাক্কির – সেলিম প্যানেল বিজয়ী

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধিঃ সিলেট বিভাগের চারটি জেলা নিয়ে গঠিত গ্রেটার ...

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা

আনোয়ার এইচ খান ফাহিম ইউরোপীয় ব্যুরো প্রধান, পর্তুগালঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার ...