জেলা প্রতিবেদক : সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ও মহাসড়কে ডাকাতি-ছিনতাই রোধে এবং মহাসড়কে থ্রি হুইলার বন্ধে স্থানীয় জনতা ও যানবাহন চালকদের সাথে মতবিনিময় করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। বগুড়ার শাজাহানপুর উপজেলার (বগুড়া-নাটোর মহাসড়ক সংলগ্ন) জামাদারপুকুর বাজারে স্থানীয় কমিউনিটি পুলিশিং আয়োজিত সভায় সচেতনামূলক বক্তব্য রাখেন, কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী।
কমিউনিটি পুলিশিং এর সহ সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশের সার্জেন্ট আজিজুল ইসলাম আজিজ, এএসআই মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, ৭১ ভিশনের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম, কমিউনিটি পুলিশিং নেতা আব্দুর রহিম, আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া, দিনেশ চন্দ্র, সাংস্কৃতিককর্মী আব্দুল আলীম।
সভায় উপস্থিত সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজার ব্যবসায়ী, গন্যমান্য ব্যক্তিবর্গ, যানবাহন মালিক-চালক, স্থানীয় জনতা সহ অনেকেই বক্তব্য রাখেন। তিন শতাধিক জনতার উপস্থিতিতে এসভা অনুষ্ঠিত হয়।