স্টাফ রিপোর্টার: একজন মন্ত্রীর নেতৃত্বে তৈরি পোশাক শিল্পে অস্থিরতা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত ‘৭৩ এর ভোট ডাকাতের অধীনে নয়, নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে’ শীর্ষক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে তৈরি পোশাক খাত। এ খাতকে ধ্বংস করতে একটি গোষ্ঠী মরিয়া হয়ে উঠেছে। অত্যন্ত চতুরভাবে এ খাত ধ্বংসের ষড়যন্ত্র শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘তৈরি পোশাক খাত একটি স্থিতিশীল অবস্থায় চলছিল। হঠাৎ একজন মন্ত্রী পোশাক শ্রমিকদের নেতা হিসেবে আবির্ভূত হন। সেই মন্ত্রীর শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে নতুন করে নৈরাজ্য শুরু হয়েছে।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বাংলাদেশর অর্থনীতি যাতে মাথা উঁচু না করে দাঁড়াতে না পারে সে জন্য ওই মন্ত্রীর নেতৃত্বে অরাজকতা শুরু হয়েছে।’
তৈরি পোশাক শিল্প ধ্বংসের খেলা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।