Home | বিনোদন | ঢালিউড | ‘মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যৌথ প্রযোজনার ছবি শুটিং নয়’

‘মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যৌথ প্রযোজনার ছবি শুটিং নয়’

বিনোদন ডেস্ক :  যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ আপাতত স্থগিত করেছে তথ্য মন্ত্রণালয়। কিন্তু শনিবার নতুন একটি ছবির ঘোষণা দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

এ বিষয়টি কতটুকু আইনসিদ্ধ জানতে চাইলে যৌথ প্রযোজনার নতুন নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য ও পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘যে কেউ ছবি তৈরির ঘোষণা দিতে পারে। এটা দোষের না। তবে যৌথ প্রযোজনায় ছবি নির্মাণ করতে হলে অবশ্যই মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। ঘোষণা হতে পারে, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া শুটিং করা যাবে না।’

১৭ আগস্ট থেকে ইতালিতে জাজ নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং শুরু করবে। সেক্ষেত্রে শুটিং শেষ করে পরে অনুমতি নিলে হবে কিনা? এ প্রসঙ্গে গুলজার বলেন, ‘নিয়ম অনুযায়ী পরে আবেদন করা যায় না।’

গুলজার আরো বলেন, ‘রোববার যৌথ প্রযোজনার নতুন নীতিমালা প্রণয়ন কমিটির প্রথম মিটিং। এক মিটিংয়ে তো নীতিমালা হবে না। অনেকগুলো মিটিং লাগবে। খসড়া হবে, মন্ত্রিসভায় উত্থাপন হবে। এরপর একটি নীতিমালা কার্যকর হবে।’

জাজের সাথে যৌথভাবে ছবিটি নির্মাণ করবে কলকাতার জিত ফিল্ম ওয়ার্কার্স। প্রধান চরিত্রে অভিনয় করবেন নুসরাত ফারিয়া ও জিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

২২ জেলায় বন্যা ছড়িয়ে পড়ার শঙ্কা

ডেস্ক রির্পোট : পাহাড়ি ঢল ও টানা বর্ষণ অব্যাহত থাকায় দেশের ১৫টি ...

লোকালয়ে বিশাল অজগর

ডেস্ক রির্পোট : শ্রীমঙ্গলের বনাঞ্চলে সাপের তীব্র খাদ্য সংকট থাকায় এবার লোকালয়ে আসা একটি ...