সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলায় মিশুক, সিএনজি, অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৮ই নভেম্বর) সকাল ১১টায় অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সাইফুল ইসলাম রোকেসকে সভাপতি ও মোঃ তারেক হাসানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, নাজমুল হাসান নাজু, নূরে আলম, লিংকন, মোমেন মিয়া, মোঃ রিমেল, নূরুল হক, রুবেল মিয়া, ফুল মিয়া ও সৈয়দ রিয়াদ।
এ সময় উপস্থিত ছিলেন, মদন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার সাদাত সানোয়ার, নেত্রকোণা জেলা পরিষদ সদস্য এস এম মনিরুল হাসান টিটু, মোঃ মাসুদুর রহমান (মাসুদ বাঙ্গালী)। এছাড়াও কয়েকজন শ্রমিক নেতা ও বেশ কয়েকজন গাড়ি চালক উপস্থিত ছিলেন।