সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা জেলার মদন উপজেলার ৮নং ফতেপুর ইউনিয়নে পশ্চিম ফতেপুর গ্রামের যাত্রাখালী জামে মসজিদ ফান্ডের টাকাকে কেন্দ্র করে শনিবার বিকালে দুপক্ষের সংঘর্ষে কাছম আলী নামে ১ জন নিহত ও ৩ জন আহত হয়। আহতরা হলেন, আশরাফুল আলী (২০), আইন উদ্দিন (৪০), শাহীন (১৮)। আহতদের মদন স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে আইন উদ্দিনের অবস্থা গুরুতর থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে কর্তব্যরত চিকিৎসক।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, রেনু মিয়া (৫০), হাবুল মুন্সী ও হিরণ মিয়ার সঙ্গে কাছম আলী ও আইন উদ্দিনের বেশ কয়েকদিন আগে মসজিদ ফান্ডের টাকার হিসাব নিয়ে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার বিকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাছম আলী (৬০) নিহত হয়।মদন থানা ওসি শওকত আলী জানান, মসজিদের ফান্ডের টাকা নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মোবাইল ফোনে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।