সুদর্শন আচার্য্য, মদন, নেত্রকোণা ঃনেত্রকোণা জেলার মদন উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে হাওর ডুবির কারণে বোরো ফসলের জন্য সর্বমোট সাড়ে এগার হাজার প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫কেজি ধান, ডিএপি ২০কেজি, এমওপি ১০কেজি ও ব্যাংকের মাধ্যমে নগদ ১হাজার টাকা দেয়া হবে। এর মধ্যে মঙ্গলবার ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের ২হাজার ৬শ জন প্রান্তিক কৃষকের মাঝে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়ালীউল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, ভাইস চেয়ারম্যান রুহুল আমীন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রসূল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম হান্নান, ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ছদ্দু, দৈনিক প্রথম ভোর জেলা প্রতিনিধি মোঃ শহীদুল ইসলাম, প্রেসক্লাব প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক সুদর্শন আচার্য্য প্রমুখ।