সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা প্রতিনিধি ঃ নেত্রকোণা মদন উপজেলায় সোমবার উপজেলা চত্বরে প্রতিকৃতিতে সকাল ১০টায় পুষ্প অর্পণের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়কের সমন্বয়ে উপজেলা হল রুমে শেখ ফজিলাতুন্নেসার জীবনীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ, বীরমুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম, মোঃ রবিউল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, অফিসার ইনচার্জ ফেরদৌস আলম, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিবৃন্দ, ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার, সাবেক প্রেসক্লাব সভাপতি আল আমীন প্রমুখসহ গণমাধ্যম কর্মীরা।
আলোচনা শেষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
