ব্রেকিং নিউজ
Home | বিবিধ | আইন অপরাধ | মদনে ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী। গ্রেপ্তার ২

মদনে ধর্ষণের শিকার ১৪ বছরের কিশোরী। গ্রেপ্তার ২

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ নেত্রকোনা মদনে আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক কিশোরী (১৪)। গত বৃহস্পতিবার রাতে কাইটাইল বাজারের পাশে মদন কেন্দুয়া সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভুক্তভোগী কিশোরীর বাবা মঙ্গলবার রাতে ৫জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, রাতেই মদন থানার পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রাব্বী মিয়া ২৫ ও অন্তর মিয়া (২৩) নামে দুইজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মদন থানা পুলিশ। গ্রেফতারকৃত রাব্বি মিয়া বাঁশরী (বাপলা) গ্রামের নূর মিয়ার ছেলে। অন্তর একই গ্রামের মঞ্জুল হকের ছেলে। বাকী আসামিরা একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে অটোরিক্সা যোগে মায়ের সঙ্গে কাইটাইল বাজারের পাশে এসে গাড়ি থেকে নামে কিশোরী ও তার মা। কিশোরী মা অটোরিক্সা ভাড়া দিতে গিয়ে কিছু বুজার আগেই আর একটি অটোরিক্সা উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে মায়ের সামনে থেকে দ্রæত কিশোরীকে তোলে নিয়ে যায়। তখন কিশোরীর মা আত্ম চিৎকার করলে আশপাশের লোকজন খুঁজাখুঁজি শুরু করেন।

এ দিকে ৫ বখাটে যুবক কিশোরীকে তোলে নিয়ে বাঁশরী গ্রামে সেলিম মিয়ার ঘরে আটকে রেখে কিশোরীকে চেতনানাশক ঔষধ কাইয়ে রাতভর পালা ক্রমে ধর্ষণ করে। পরদিন দিন সকালে কিশোরীকে হত্যার ভয় দেখিয়ে আর এক দফা ধর্ষণ করার সময় প্রতিবেশী লোকজন বিষয়টি আচ করতে পেরে সাথে সাথে বখাটে যুবকরা পালিয়ে যায়। তখন প্রতিবেশী লোকজন কিশোরীকে উদ্ধার করে পরিবারের লোকজনের নিকট বুঝিয়ে দেন।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম এ প্রতিনিধিকে জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করে নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে ও বাকিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে সেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত 

সুদর্শন আচার্য্য (মদন নেএকোনা)ঃ বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ও সংগঠনকে তৃণমূল থেকে ...

 মদনে ৪দিন ধরে বিয়ের দাবিতে প্রেমিকের  বাড়িতে প্রেমিকার অবস্থান প্রেমিক  পলায়ন 

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা)ঃ  দীর্ঘ তিন বছর প্রেম করার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৪দিন ...