পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী বাদুরা এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ জুন) দুপুরে মিখালী-বাদুরা সড়কের পাশে কৃষকরা ধান ক্ষেতে জমি চাষ করার সময় একটি মানুষের কঙ্কাল দেখতে পায়। পরে কৃষকরা স্থানীয় চৌকিদারকে জানালে সে থানা পুলিশকে খবর দেয়। পরে মঠবাড়িয়া থানা পুলিশ দুপুরে ঘটনাস্থল থেকে কঙ্কাল উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, উদ্ধারকৃত কঙ্কাল সোমবার সকালে পিরোজপুর জেলা মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।