Home | আন্তর্জাতিক | মঙ্গলবার সকাল-সন্ধ্যা ১৮ দলের হরতাল

মঙ্গলবার সকাল-সন্ধ্যা ১৮ দলের হরতাল

স্টাফ রিপোর্টার, ১১ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সোমবার বিকেল ৫টার দিকে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ চলাকালে পর পর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়।

এসময় সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ পণ্ড হওয়ার পর পরই তিনি মাইকে হরতাল কর্মর্সূচির ঘোষণা দেন।

এর আগে বিকেল ৩টা ৮ মিনিটে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়। গণগত্যা, হামলা, মামলা, নির্যাতনে সারাদেশে সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও নির্যাতিত হওয়া এবং র‌্যাব-পুলিশ ও সরকারি দলের হামলার অভিযোগে এ সমাবেশের ডাক দেয় ১৮ দলীয় জোট।

x

Check Also

বাংলাদেশের পতাকার রঙে আলোকিত হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক : অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের দুটি মূল স্থাপনা স্টোরি ব্রিজ এবং ...

অবশেষে বৈঠকে বসছে ভারত ও পাকিস্তান

ইন্টারন্যাশনাল ডেস্ক : দুই বছর পর সিন্ধুর জল বণ্টন নিয়ে মঙ্গলবার (২৩ মার্চ) ভারতের সঙ্গে ...