আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধিঃ ভোলার লালমোহনে এক অজ্ঞাত যুবকের গলা কাঁটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গজারিয়া খালগোড়া তেঁতুলিয়া নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জানা যায়, লালমোহন উপজেলার গজারিয়া খালগোড়ার এলাকায় স্থানীয় এক জেলে মাছ শিকার করতে নদীতে জাওয়ার পথে নদীর পড়ে পরে থাকা যুবকের লাশ দেখে ডাক চিৎকার দেয়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। তার সাথে থাকা একটি কালো রঙ্গের মানিব্যাগ ও হাতে থাকা একটি সিলভার কালার কেসিও গড়ি পাওয়া গেছে। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে লাশ ময়না তদন্তোর জন্য ভোলা মর্গে প্রেরণ করা হয়েছে।