ব্রেকিং নিউজ
Home | সারা দেশ | ভোলাহাটে বৃক্ষমেলা উদ্বোধন

ভোলাহাটে বৃক্ষমেলা উদ্বোধন

জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ১৭-১৯ অক্টোবর পর্যন্ত তিনদিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। উদ্বোধনের পর মেলায় অংশ নেয়া ১৬টি স্টল পরিদর্শণ করেন অতিথিরা। পরে মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হন। সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম,ভাইস চেয়ারম্যান লোকমান আলী ও রেশমাতুল আরস রেখা,জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখি ও পিয়ার জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিয়া সুলতানা প্রমুখ। আলোচনার পূর্বে একই স্থানে উপজেলার ৭৯২জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন অতিথিরা। এছাড়া একই অনুষ্ঠানে জাতীয় ঈঁদুর নিধন অভিযানেরও উদ্বোধন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মদনে আনসার ও ভিডিপির উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণার মদনে বুধবার (৩০শে নভেম্বর) সকালে উপজেলা ...

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...