জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে পল¬ী সঞ্চয় ব্যাংক ও একটি বাড়ী একটি খামার প্রকল্পের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নুতন কমিটি গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হাসান। উপজেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প প্রধান ও পল¬ী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক (অ.দা) মৌদুদ ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান আলী,ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ প্রমুখ। সভায় উপজেলার সকল ইউনিয়নের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রতিটি ওয়ার্ডে পল¬ী সঞ্চয় ব্যাংকের জন্য নুতন কমিটি গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।