জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” শ্লোগানে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-১৪ উযযাপন উপলক্ষে চলমান বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সোমবার সততা সংঘের সদস্য শিক্ষার্থীদের সাথে নিয়ে বণার্ঢ্য র্যালী, মানববন্ধন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় সততা সংঘের শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়ে বর্ণাঢ্য র্যালী বের করে যা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ দক্ষিণ গেট হতে উত্তর গেট পর্যন্ত মানবন্ধনে মিলিত হয়। এ সময় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব হাসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলা শাখার সহ-সভাপতি আরিফা সুলতানা স্বপ্না, সদস্য আব্দুল কাদের, গোলাম কবির, সাইদুর রহমান, সততা সংঘের পরামর্শক এম কোরবান আলী, শিক্ষিকা নুরুন্নাহার প্রমূখ। পরে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ৮ম শ্রেনী “ক” গ্রুপ দুর্নীতির কুফল ও তার প্রতিকার এবং ৯ম হতে দশম শ্রেনী “ খ ” গ্রুপ ”দুর্নীতি সকল অগ্রগতির অন্তরায়” বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানের পর বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এর পূর্বে সপ্তাহ উযযাপন উপলক্ষে ২৬ মার্চ উপজেলা স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধাদের স্মরণে পুস্পার্পণ, ২৮ মার্চ বিভিন্ন মসজিদে জুম্মার প্রাক খোৎবা ”কোরআন ও হাদিসের আলোকে দুর্নীতির কুফলের” বয়ান অনুষ্ঠিত হয়। ১ এপ্রিল গোহালবাড়ী ইউনিয়নে স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।