ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্ভুল হতে চান মাশরাফি

ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্ভুল হতে চান মাশরাফি

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মাটিতে একের পর এক বড় হার, হতাশ করেছে সবাইকে। তবে হতাশ হলেও দমে যাচ্ছেন না ওয়ানডে দলনেতা  বিন মুর্তজা। ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্ভুল হতে চান তিনি।

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেভাবে বোলিং করেছি, এখানে আরেকটু আক্রমণাত্মক করলে ভালো হত। তবে আমি মনে করি, আমার নিজের জন্য এটা খুব ভালো হয়েছে। এরপর অবশ্যই প্রস্তুতি নিতে সুবিধা হবে।’

কেন হারছে বাংলাদেশ, কারণ খুঁজতে বললেন মাশরাফি। ‘এটা আমাদের জন্য ভালো হল, শেখার একটা ব্যাপার হল। আমরা বোলাররা দায়িত্ব নিতে পারিনি। অবশ্যই ব্যাটসম্যানরাও দায়িত্ব নিতে পারিনি। আমার মনে হয়, আমাদের সব খেলোয়াড়েরই বের করা উচিত আমরা কোন কারণে পারছি না। সেটা বের করতে পারলে আমার মনে হয়, সেদিকে জোর দেওয়া দরকার।

‘শেষ যে কয়দিন আছে, অসাধারণ অনুশীলন করেও এখান থেকে বের হয়ে আসা সম্ভব নয়। এটা দীর্ঘ একটা প্রক্রিয়া। সামনে এই ধরনের কন্ডিশনে কোনো সিরিজ বা টুর্নামেন্ট খেলতে সেভাবে প্রস্তুতি নিয়ে আসতে হবে।’অভিমত ম্যাশের।

বাংলাদেশের ক্রিকেটের জন্য বিপৎসংকেত দেখছেন ম্যাশ। ‘ওদের সঙ্গে মূল্যায়ন করলে আমরা সব জায়গায় পিছিয়ে ছিলাম। এখানে আমরা প্রতিদ্বন্দ্বিতাও করতে পারিনি। খুব বাজেভাবে ম্যাচ হেরেছি। আমার মনে হয়, এই সময়টা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই বিপৎসংকেত। আমরা যারা খেলোয়াড় আছি তাদের এদিকে নজর দিতে হবে। নয়তো সামনের সিরিজ বা টুর্নামেন্টগুলো খুব কঠিন হবে।’

দেশের বাইরের কন্ডিশনে দ্রুত উন্নতি করতে হবে মনে করছেন ম্যাশ। ‘শুধু শেষ ম্যাচই না, আগের দুই ম্যাচেও নিজেদের খেলা নিয়ে আমরা নিজেরাই হতাশ। যা হয়েছে তা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়ে আসছে। আমাদের দ্রুত উন্নতি করতে হবে। এই কন্ডিশনে এসে খেলা আমাদের দ্রুত শিখতে হবে। নইলে দেশের বাইরে যে টুর্নামেন্ট আছে বা দ্বি-পাক্ষিক সিরিজ আছে সেগুলো আসলে কঠিন হয়ে যাবে।’

টেস্ট, ওয়ানডেতে জয় না পেলেও টি-টোয়েন্টিতে সাকিব বাহিনীর ওপর আস্থা মাশরাফির। ‘আমার মনে হয়, সেরা ব্যক্তিই আছে এখানে-সাকিব। নতুন সিরিজ শুরু হবে আবার। টেস্ট, ওয়ানডেতে যা হয়েছে তা ভুলে যদি নতুন সিরিজে যদি আমরা শুরু থেকে ইতিবাচক ক্রিকেট খেলতে পারি তাহলে ভালো করব।’

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...