অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি, ১৯ মার্চ, বিডিটুডে ২৪ডটকম :’৫২-র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় আহবায়ক ও ভাষা সৈনিক এ্যাডভোকেট কাজী গোলাম মাহবুব ওরফে ছরু কাজীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলে মঙ্গলবার সকালে স্মরণসভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
ভাষা সৈনিক কাজী গোলাম মাহাবুব ফাউন্ডেশনের উদ্যোগে কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাশ রুমে অনুষ্ঠিত স্মরণসভায় ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র মোঃ নুর আলম হাওলাদারের সভাপতিত্বে ভাষা সৈনিকের জীবনীর ওপর আলোচনা করেন টরকী বন্দর আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী নুরুল মতিন মাসুক, সহ-সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান, সদস্য কাজী আজিজুল হক ঠান্ডা কাজী, উপজেলা প্রাথমিক শিক সমিতির সভাপতি টিএম আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, পৌর কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল সজল, সাবেক পৌর কাউন্সিলর ফরিদ মিয়া, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপূর্বে ভাষাসৈনিকের কবরে পুস্পমাল্য অর্পণ করা হয়।