Home | আন্তর্জাতিক | ভারতের ভ্যাকসিন কারখানায় ফের আগুন

ভারতের ভ্যাকসিন কারখানায় ফের আগুন

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শ্রমিক মারা যাওয়ার কয়েক ঘণ্টা পর একই জায়গায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সিরামের প্রধান নির্বাহী।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সিরামের পুনের কারখানায় নির্মাণাধীন যে ভবনে প্রথমে আগুন লেগেছিল, সন্ধ্যার দিকে সেখানে আবারও একই ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে ভবনটির অন্য অংশগুলোতে। অবশ্য দ্রুততার সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা।

এর আগে, দুপুরের অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির পাঁচ শ্রমিক দগ্ধ হয়ে প্রাণ হারান।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর নির্মাণাধীন ভবনটির ভেতর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। মৃত সবাই চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্রমিকরা ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। তবে এর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ২৫ লাখ

ইন্টারন্যাশনাল ডেস্ক : নভেল করোনাভাইরাসে বিশ্বে মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ লাখে পৌঁছেছে। আক্রান্ত হয়েছেন ...

বাংলাদেশে আসছেন জো বাইডেন!

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসেছেন জো বাইডেন খুব বেশিদিন ...