
ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে একাদশ শ্রেণীর এক কিশোরীকে বাবা-ছেলে মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। মানুষরূপে জানোয়ারের হায়নার সামনে একটি কিশোরী, হাত দুই দূরে। একটু একটু করে পেছাচ্ছে জানোয়ারের হাত থেকে নিজেকে রক্ষা করতে। সে হঠাৎ তাকিয়ে দেখে ওই ছেলেটির বাবা। এবার নিজেকে রক্ষা করতে পেরেছি, এই ভেবে স্বস্তি পেলো মেয়েটি। কিন্তু না, হলো উল্টো। নিজের ছেলে ও মেয়েটিকে একটি রুমে আটকিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দেন বাবা। অতঃপর. জানা গেছে, ধর্ষিতা কিশোরীটি একাদশ শ্রেণীর ছাত্রী। গত মঙ্গলবার সে পানি আনতে বাড়ির বাইরে যায়। এ সুযোগে নকুল নামে এক প্রতিবেশী তাকে জোর করে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আর এতে সহায়তা করেছেন নকুলের বাবা কারতার।পরে এ বিষয়ে নকুল এবং তার বাবা কারতারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।