বিনোদন ডেস্ক : এককালের দাপুটে চলচ্চিত্রাভিনেত্রী রানী সরকার কেমন আছেন? তার খোঁজ জানতে রানী সরকারের সাথে যোগাযোগ করা হয়। তিনি জানান, তার খোঁজ কেউ নেয় না। খুব কষ্টে দিনাতিপাত করছেন তিনি।
রানী সরকার বাংলা চলচ্চিত্রের এক শক্তিশালী অভিনেত্রীর নাম। তিনি অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার কুশল জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কেমন আছি এটা জেনে কী হবে? আমি অনেক অসুস্থ।’ এই কথা বলে তিনি অঝোরে কাঁদতে থাকেন। অনেকক্ষণ চুপ থেকে বলেন, ‘আমি বিছানা থেকে উঠতে পারি না। আমার দাঁড়ানোর শক্তি নেই। ভাই, ভাইবউ, ভাতিজিদের সাথে আছি। আমার আর্থিক দুরবস্থার খোঁজ কে রাখে?’
আপনাকে দুই-একটি প্রতিষ্ঠানের সাহায্য করার খবর শোনা গিয়েছিল। তারা কী এখন নিয়মিত দিচ্ছে? এর উত্তরে তিনি বলেন, ‘এই কথা বলে আমি বিপদে পড়তে চাই না। কাউকে ছোট করতে চাই না। আসলে আমি যে দেশে জন্মগ্রহণ করেছি। আমি যদি কখনো বুঝতাম চলচ্চিত্রে অভিনয় করে আমাকে না খেয়ে মরতে হবে তাহলে কোনোদিন এই পথে পা বাড়াতাম না।’
রানী সরকার দীর্ঘদিন ধরে রেমিটিক ফেভারে আক্রান্ত হয়ে আছেন। এক যুগেরও বেশি সময় ধরে তিনি চলচ্চিত্র বা নাটক কোনো মাধ্যমেই কাজ করতে পারছেন না।
এখন তার দিন কীভাবে কাটছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি দুপুরের খাবার খাচ্ছি ভাতে পানি দিয়ে। আর কী বলবো। এখন আমার যাওয়ার সময়। চলে যাবো। আমার খোঁজ নিয়ে কী হবে কার? এই দেশ আমার খোঁজ রাখেনি। যে দেশের জন্য কাজ করলাম। যে ইন্ডাস্ট্রির জন্য কাজ করলাম তারা কেউতো আসে না।’
মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৬ নম্বর সড়কের শেষ মাথায় একটি কৃষ্ণচূড়া গাছের নিচে টিনের চালার বাসায় থাকছেন তিনি। বৃষ্টি এলেই টিনের ফুটো দিয়ে যে ঘরে পানি পড়ে অঝোরে।
কী কষ্টের জীবন এক শিল্পীর। প্রায় সত্তরোর্ধ্ব এই অভিনেত্রী প্রতিনিয়ত তার জীবনের সাথেও অভিনয় করে যাচ্ছেন।