স্টাফ রিপোর্টার: ভাঙ্গায় রবিবার বিকাল ৩ টায় কুমার নদীতে স্থানীয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকর্মা পূজা উপলক্ষে শত বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই নৌকা বাইচ। নৌকা বাইচ উপলক্ষ্যে নদীর দুইধারসহ উপজেলার ৪ পাড়েই বসেছে গ্রামীন মেলা। এবারের নৌকা বাইচে প্রায় ছোটবড় ২০টি বাইচের নৌকা অংশ নেয়।
নৌকা বাইচ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুর-৪ সংরক্ষিত মহিলা আসনের এমপি স্থপতি নিলুফার জাফরউল্লাহ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, ভাঙ্গা থানার ওসি (প্রশাসন) সৈয়দ আব্দুল্লাহ, ওসি (তদন্ত) মো: মিরাজ হোসেন, ভাঙ্গার আলো সম্পাদক মো: কিবরিয়া বিশ্বাস, ভাঙ্গার কন্ঠ সম্পাদক মজিবর মুন্সি প্রমূখ। এ সময় প্রায় শতাধিক ইঞ্জিন চালিত ট্রলার ও কিছু স্প্রীড বোটসহ বিভিন্ন ব্যানারে স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠন, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, থানা ও উপজেলা প্রশাসন নদীতে নৌকা বাইচ উপভোগ করে।
সন্ধ্যায় ভাঙ্গা থানা কম্পাউন্ডে নৌকা বাইচে অংশগ্রহনকারি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৌকা বাইচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি স্থপতি নিলুফার জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরউল্লাহ।
Tagged with: ভাঙ্গায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত