ব্রেকিং নিউজ
Home | বিনোদন | ঢালিউড | ভণিতা করেই যাচ্ছেন শাবনূর

ভণিতা করেই যাচ্ছেন শাবনূর

বিনোদন ডেস্ক :  দীর্ঘদিন বড় পর্দা থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন শাবনূর। ২০১৩ সালে তার ‘কিছু আশা ভালোবাসা’ ছবিটি মুক্তি পায়। এরপর অস্ট্রেলিয়া গিয়ে গোপন বিয়ের খবর ফাঁস ও সন্তান জন্ম আসন্ন বলে চমক দেন দর্শকদের। গত পাঁচ বছরে স্বামী-সন্তান সংসারের দোহাই দিয়ে আর চলচ্চিত্রে ফেরেননি তিনি। তার কয়েকটি ছবির কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকলেও সেগুলো শেষ করে দিচ্ছেন না। তবে সুযোগ পেলে বিজ্ঞাপনের মডেল হন। নির্মাতারা তাকে নিয়ে কাজ করতে চাইলে নানা ভণিতা করে কাজ থেকে দূরে থাকেন। বছরের বেশির ভাগ সময় অস্ট্রেলিয়ায় কাটান। সেখানকার নাগরিকত্ব নিয়েছেন তিনি বহুদিন আগে।

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলাও এড়িয়ে চলেন। তাকে পেতে হলে তার বাবার দ্বারস্থ হতে হয়। না হলে তিনি থাকেন ধরাছোঁয়ার বাইরে। তাকে নানা অনুষ্ঠানে দেখা যায় বোরকা পরে গোপনে হাজির হতে। তারপরও সাংবাদিকদের চোখ ফাঁকি দিতে পারেন না তিনি। তাকে এই পালিয়ে বেড়ানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি তার সন্তান এবং নিজের অসুস্থতার দোহাই দেন।

চলচ্চিত্রে ফিরবেন কিনা এমন প্রশ্ন করলে ‘অচিরেই ফিরছি, শুধু অভিনয় নয়, নির্মাণেও আসছি’ এমন গল্প গত কয়েক বছর ধরে তোতা পাখির বুলির মতো করে আওরিয়ে চলছেন এই নায়িকা। সম্প্রতি একটি ছবির শুটিংয়ে নভেম্বরেই অংশ নেবেন জানানোর পর খবর বেরোলো ‘শাবনূর এখন অসুস্থ, তাকে যাতে কেউ বিরক্ত না করে তাই তিনি সাভারে নিরিবিলি বসবাস করছেন। ’

তার এমন ভণিতায় খোদ চলচ্চিত্রের মানুষ এবং ভক্তরাই চরম বিরক্ত। তাদের কথায়, ইচ্ছা না হলে বড় পর্দায় তিনি না আসুক, তাকে তো কেউ জোর করছে না। তারপরও কেন তিনি এমন ভণিতা করেই যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...