নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি : পারিবারিক কলহের জের ধরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সিংয়েরমহল গ্রামের আব্দুল হামিদ (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। ১৫সেপ্টম্বর রোববার ভোরে খবর পেয়ে পুলিশ বড়লেখা হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে আব্দুল হামিদ তার বাড়িতে কিটনাশক বিষ খাওয়ার পর পরিবারের লোকজন বড়লেখা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।