জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের জামে মসজিদের পুকুরে পোনামাছ অবমুক্ত করে কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান, উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট গোপাল চন্দ্র, উপজেলা মৎস্য কর্মকর্তা আজিবুর রহমানসহ পোনামাছ অবমুক্ত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। ৭ একর জলায়তনে ২৯৭ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা উপজেলা বিভিন্ন সরকারি পুকুর, জামে মসজিদের পুকুর, প¬াবন ভূমি ও আখড়ার পুকুরে অবমুক্ত করা হয়।