জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ১৫ সেপ্টেম্বর : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা মহিলা জাতীয় পার্টির উদ্যোগে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র সহযোগিতায় ১৫ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় কমিউনিটি সেন্টারে রাজনৈতিক কর্মকাণ্ডে নারী ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণ বিষয়ে যুব প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডি.আই’র রাজনৈতিক বিশেষজ্ঞ হ্যালি স্মিথ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে বেশি করে মহিলাদের অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোকেই মূখ্য ভূমিকা রাখতে হবে।
উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট আফজল হোসেনের সভাপতিত্বে এবং মহিলা জাতীয় পার্টির সভানেত্রী ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’র রাজনৈতিক ফেলো রোকসানা বেগমের উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট মাহবুবুল আলম শামীম, ডেমোক্রেসি ইন্টান্যাশনাল’র প্রতিনিধি সাবরিনা বেগম, বড়লেখা পৌর জাপার যুগ্ম আহবায়ক মীর মুজিবুর রহমান, জাপা নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, উপজেলা জাপা’র সাবেক সম্পাদক অনুকুল চন্দ্র দেব, জাপা’র মহিলা নেত্রী নিলুফা আক্তার নিলু, নাজমা বেগম, জেবা বেগম, শামছুন নাহার, যুবসংহতি নেতা ফরাস উদ্দিন, ছাত্রসমাজ নেতা রাজু আহমদ রাজা, ইমন আহমদ, ফয়সল আহমদ প্রমুখ।
Home | আন্তর্জাতিক | বড়লেখায় জাপা’র যুব প্রতিনিধি সমাবেশে হ্যালি স্মিথ মহিলাদের অংশগ্রহণের জন্য রাজনৈতিক দলগুলোকেই ভূমিকা রাখতে হবে