মৌলভীবাজার জেলা প্রতিনিধি, ১৮ সেপ্টেম্বর : মৌলভীবাজারের বড়লেখায় ম্যাস-লাইন মিডিয়া সেন্টার’র (এমএমসি) আয়োজনে এবং বড়লেখা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সদর ইউপি সভাকক্ষে বুধবার (১৮সেপ্টেম্বর) দুপুর ১২টায় ‘স্থানীয় সরকার বিষয়ক সংলাপ’ অনুষ্ঠিত হয়। সুইস এজেন্সি ফর ডেবেলপম্যান্ট এণ্ড কো-অপারেশন (এসডিসি) এর সহযোগিতায় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নে জনউদ্যোগ (সিভিআইপিএস) প্রকল্পের আওতায় ‘দারিদ্র বিমোচনে সামাজিক নিরাপত্তা প্রকল্প ও ইউনিয়ন পরিষদ’ বিষয়ক সংলাপে প্রধান আলোচক ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমাণ্ডার সিরাজ উদ্দিন। বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে এবং সাংবাদিক জালাল আহমদ ও আব্দুর রব’ যৌথ সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, পৌরসভার মেয়র ফখরুল ইসলাম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত বাবলু। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বর্ণি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, তালিমপুর ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান মাহতাব উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নসিব আলী, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু। আয়োজক সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠানের মূল বিষয় সম্পর্কে ধারণা উপস্থাপন করেন সিভিআইপিএস প্রকল্প সিলেটের আঞ্চলিক সমন্বয়কারী মিজানুর রহমান। অনুষ্ঠানে সাপ্তাহিক বড়কণ্ঠের নির্বাহী সম্পাদক রশিদ আহমদ খান, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি লিটন শরীফ, ভোরের কাগজ প্রতিনিধি মিজানুর রহমান, আমার দেশ প্রতিনিধি ইকবাল হোসেন স্বপন ছাড়াও স্থানীয় প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউপি সদস্য সৈয়দ লুৎফুর রহমান।