জালাল আহমদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দণি শাহবাজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বিকেলে সুজাউল সিনিয়র ফাজিল মাদ্রাসা হলরুমে কমিটি গঠনের ল্েয কর্মীসভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকদলের নেতা ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাজী সেলিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর সভাপতি ফয়ছল আহমদ সাগর, দণি শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ স্বপন, ইউপি যুবদলের সভাপতি শাহজাহান আহমদ, যুবদল নেতা সোহেল, কামাল আহমদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ফখরুল ইসলামকে সভাপতি, কামরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি, ছায়ফুল আলমকে সম্পাদক এবং শিব্বির আহমেদ শিপলুকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।