Home | ব্রেকিং নিউজ | বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক নিহত

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা শ্রমিক নিহত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে কাজ করার সময় দূর্ঘটনায় এক চীনা শ্রমিক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে এক বাংলাদেশী শ্রমিক।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) ভোর সাড়ে ৪ টায় ভূগর্ভে ঘটেছে এই দূর্ঘটনা । নিহত শ্রমিকের নাম সান জিং সেং।

কয়লা খনির অভ্যন্তরে কাজ করা শ্রমিকরা জানান, ভোরে ভূগর্ভের ভিতরে কাজ করার সময় হঠাৎ সাপোর্ট খুলে গিয়ে কয়লা ও মাটি ধসে পড়ে। এ সময় চাপা পড়ে এক চাইনিজ ও এক বাংলাদেশী শ্রমিক। এতে মারা যায় চাইনিজ শ্রমিক সান জিং সেং। আহত বাংলাদেশী শ্রমিককে খনির নিজস্ব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়পুকুরিয়া কয়লা খনির জনসংযোগ কর্মকর্তা ও উপ-মহাব্যবস্থাপক একেএম বদরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

বেনাপোল বন্দর সিসি ক্যামেরার আওতায়

বেনাপোল প্রতিনিধি : দু দেশের আমদানি রফতানি বানিজ্যকে গতিশীল ও বন্দরের নিরাপত্বা ...

বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে নিজ বাসা ...