সুনামগঞ্জ সংবাদদাতা : আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আম্বরখানাস্থ তেহারী রেষ্টুরেন্টের প্রোপ্রাইটর জুনেদ আহমদ চৌধুরী গত ১২ সেপ্টেম্বর রাত ১.৩০ মিনিটের সময় চৌকিদেখী নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এদিকে জুনেদ আহমদ চৌধুরীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ, আম্বরখানা বাজার ব্যবসায়ী কমিটির কার্যকরী কমিটির সদস্য, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি লিঃ এর সাধারণ সদস্য ও আম্বরখানাস্থ মেসার্স জুনেদ এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর জুনেদ আহমদ।
এক শোক বার্তায় জুনেদ আহমদ মরহুমের কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, মোঃ জুনেদ আহমদ চৌধুরী একজন সৎ, যোগ্য ও দক্ষ সংগঠক হিসেবে সিলেট ব্যবসায়ীদের সাথে নেতৃত্ব দিয়েছেন। মোঃ জুনেদ আহমদ চৌধুরী অকাল মৃত্যুতে সিলেট ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হবার নয় উল্লেখ করে ব্যবসায়ী জুনেদ আহমদ মহান আল্লাহর কাছে মরহুমের বিদ্রেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।