ন্টারন্যাশনাল ডেস্ক : মঙ্গলবার সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী এলাকায় গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে সাত জন নিহত হয়। নিহতদের সবই বেসামরিক নাগরিক।
মঙ্গলবার সিরিয়ার বাব আল হাওয়া ক্রসিংয়ে বোমা হামলার ঘটনাটি ঘটে। এতে সাত জন প্রাণ হারায়। কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। ওমর আরেফ নামক এক সিরীয় বিদ্রোহী রয়টারকে বলেন,‘ সীমান্তের নিরাপত্তা অস্থিতিশীল করার জন্যই এ হামলা করা হয়েছে।
নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলেও তিনি জানান। এই ঘটনা সিরিয়া ও তুরস্কের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি করবে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ার গৃহযুদ্ধকে কেন্দ্র করে প্রতি মাসেই দু দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছে।
মঙ্গলবার গাড়িবোমা বিস্ফোরণের মাত্র একদিন আগে আঙ্কারা গুলি করে একটি সিরীয় হেলিকপ্টারকে ভূপতিত করে।
এর আগে গত ১১ ফেব্রয়ারি দু দেশের সীমান্তবর্তী এলাকায় এক বোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছিল। এদের মধ্যে মধ্যে তিন জন ছিল তুর্কী নাগরিক।