স্টাফ রিপোর্টার, ৭ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : রাজধানীর খিলগাঁওয়ে বুধবার রাতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে একজন গুরুতর আহত হয়েছেন। তার নাম আবু সাঈদ (৩২)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা আসলাম মিয়া জানান, বুধবার রাত ২টার দিকে খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের ৩৩৮/৫ নম্বর বাড়ির টিনসেট বাসায় আবু সাঈদ, মনির, সেলিম ও মামুন নামের ৪ যুবক বোমা তৈরি করছিল। হঠাৎ একটি বোমা বিস্ফোরিত হলে আবু সাঈদ গুরুতর আহত হয়।
রিকসাচালক মিলন তাকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। তার বাম হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার আরেক হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্নস্থান বোমার স্প্রিন্টারের আঘাতে আহত হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে মনিরকে গ্রেপ্তার করেছে। মামুন ও সেলিম পলাতক রয়েছে। এ ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা করা হয়েছে।