ইন্টারন্যাশনাল ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় এক বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কোয়েটার কড়া নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এফসি হোস্টেল এলাকার পাশে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরণটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও উদ্ধারকর্মীরা অন্তত ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। নিহত ও আহতদের কুয়েটার বেসামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বিস্ফোরণের ধরণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।