ব্রেকিং নিউজ
Home | আন্তর্জাতিক | বেলুচিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

বেলুচিস্তানে বিস্ফোরণে নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক :  পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় এক বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার রাতে এ বিস্ফোরণ ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়, কোয়েটার কড়া নিরাপত্তা ব্যবস্থা সম্বলিত এফসি হোস্টেল এলাকার পাশে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ধরণটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও উদ্ধারকর্মীরা অন্তত ১৫ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন। নিহত ও আহতদের কুয়েটার বেসামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।

নিরাপত্তাবাহিনীর একটি যানবাহনের পাশে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রাখে। বিস্ফোরণের পর কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি বিস্ফোরণের ধরণ নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মগড়া নদীর ভাঙ্গনে বিলীনের পথে বেশ কয়েকটি পরিবারের বসত ভিটে ও ঘরবাড়ি

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন পৌর সদরের ১,২,৩,৮ ও ৯নং ...

মদনে দাতা সদস্যের স্বাক্ষর জালিয়াতি করে কমিটি গঠনের অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপারের বিরুদ্ধে

সুদর্শন আচার্য্য, মদন (নেত্রকোণা) ঃ নেত্রকোণা মদন উপজেলার বালালী বাঘমারা খন্দকার আব্দুর ...