বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল বিদ্যুৎস্পৃষ্টে নানি ও নাতনির মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার আমড়াখালি গ্রামের এ হৃদয়বিদায়ক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গোসল করে বাসা-বাড়ির রান্না ঘরের উপরে থাকা আর্থিং তারে কাপড় নাড়তে যান নানি আরাতন। এসময় রান্না ঘরের টিনের উপরে থাকা তারের সাথে আর্থিংয়ের সংযোগ হয়ে বিদ্যুৎস্পৃষ্টে আরাতন বেগম ছটফট করতে থাকেন। এ অবস্থা দেখে তাকে বাঁচাতে যায় নাতনি মাসুরা খাতুন (১৬)। এতে ঘটনাস্থনেই তাদের মৃত্য হয় ।