ব্রেকিং নিউজ
Home | প্রযুক্তি বিশ্ব | বেজেললেস ডিসপ্লের একটি ফোন আনছে শাওমি

বেজেললেস ডিসপ্লের একটি ফোন আনছে শাওমি

প্রযুক্তি ডেস্ক : বেজেললেস ডিসপ্লের একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। মডেল শাওমি রেডমি নোট ফাইভ। এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯।

সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি চীনের টেলিকমিউনিকেশন সার্টিফিকেশন অথোরিটি টিইএনএএ-এ তে তালিকাভুক্ত হয়েছে। একই সঙ্গে ফোনটি যুক্তরাষ্ট্রের এফসিসি-র সনদ পেয়েছে।

থিন বেজেলের এই ফোনটিতে আছে ডুয়েল ১৬ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি শুটার।

রেডমি নোট ফাইভ শাওমির প্রথম ফোন যেটাতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর স্ন্যাপড্রাগন ৬৩৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে অক্টাকোর সিপিইউ রয়েছে। সঙ্গে আছে অ্যাড্রিনো ৫০৯ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।

তিনটি ভার্সনে ফোনটি পাওয়া যাবে। একটিতে আছে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। আরেকটিতে থাকছে ৪ জিবি র‌্যাম এবং ৩২ জিবি রম। শেষেরটি পাওয়া যাবে ৪ জিবি রম এবং ৬৪ জিবি রম। ব্যাকআপের জন্য ফোনটিতে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মন্ত্রিসভায় বৈষম্যবিরোধী আইনের খসড়ার অনুমোদন

স্টাফ রিপোর্টার: মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে বৈষম্যবিরোধী আইন, ২০২২-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত ...

পার্বত্য অঞ্চল হবে সম্পদ শান্তিতে সমৃদ্ধ: পরিকল্পনামন্ত্রী

স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রামের সম্প্রীতি, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়টি বেশ জটিল, তবে ...