স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট করে ২৭৪ রানের ভালো স্কোর। অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের ফাইনালে ওঠার দারুণ সম্ভাবনা উঁকি মারছিল বাংলাদেশের সামনে। কিন্তু হলো না।বৃষ্টি আইনে ২ রানে হেরে স্বপ্ন ভঙ্গ জুনিয়র টাইগারদের।মালয়েশিয়াতে ২৭৫ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৬ ওভারের মধ্যে পাকিস্তানের ২ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের যুবারা। কিন্তু সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাকিস্তানি যুবারা। ৩৯ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান তুলে ফেলে তারা। এরপর শুরু হয় বৃষ্টি। খেলা আর মাঠেই গড়াতে পারেনি।ম্যাচের মিমাংসা হয় বৃষ্টি আইনে। সেখানে ২ রানে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে পাকিস্তান।এরআগে প্রথমে ব্যাট করতে নেমে ২৭৪ রান তুলে বাংলাদেশ। পিনাক ঘোষ ৮২, সাইফ ৬১ রান করেন।
