ব্রেকিং নিউজ
Home | খেলাধূলা | বৃষ্টির বাগড়ায় সময়মত বল মাঠে গড়ায়নি

বৃষ্টির বাগড়ায় সময়মত বল মাঠে গড়ায়নি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের বিপক্ষে মাঠে নামার কথা নাসির হোসেনের দল সিলেট সিক্সার্স। কিন্তু বৃষ্টির বাগড়ায় সময়মত বল মাঠে গড়ায়নি।

সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবে মিরপুরে একটু বেশি। যে কারণে খেলা শুরু হতে দেরি। উইকেট তেরপল দিয়ে ঢেকে দেয়া হয়েছে। অবশ্য আউটফিল্ডের বড় অংশে নেই কোনো কভার। দুই দলের খেলোয়াড়রা মাঠে হালকা অনুশীলন করছেন। সর্বশেষ আপডেট, ৩.৫৫টায় শুরু হবে খুলনা-সিলেট ম্যাচ।

অদ্যাবধি পাঁচ ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের তিন আছে সিলেট সিক্সার্স। এক ম্যাচ কম খেলে চার পয়েন্ট ঝুলিতে পুরেছে খুলনা টাইটানস। তাদের অবস্থান চারে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৬টায় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।

চার ম্যাচে তিন জয় এক পরাজয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ঢাকা ডায়নামাইটস। তাদের অর্জন ছয় পয়েন্ট। ছয় নম্বরে আছে মিসবাহ উল হকের চিটাগং ভাইকিংস। চার ম্যাচ থেকে দুই পয়েন্ট পেয়েছে বন্দর নগরীর দলটি।

প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশ   

খুলনা টাইটানস:

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), রাইলি রুশো,  আর্চার,  চ্যাডউইক ওয়ালটন, কার্লোস ব্র্যাথয়েট,  মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম , নাজমুল হোসেন শান্ত , আবু জায়েদ রাহী , আকিলা ধনঞ্জয়া, আরিফুল হক।

সিলেট সিক্সার্স:

উপুল থারাঙ্গা, আন্দ্রে ফ্লেচার, সাব্বির রহমান , নাসির হোসেন (অধিনায়ক), হোয়াইটলি, শুভাগত হোম চৌধুরী, লিয়াম প্লানকেট, নুরুল হাসান সোহান, আবুল হাসান রাজু , তাইজুল ইসলাম  ক্রিশমার সান্টোকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চীনে কমেছে শিশু জন্মহার

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের জনসংখ্যা বৃদ্ধির হার গত কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে ...

করোনায় ১০ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্ক: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত‌্যু হয়েছে। এ ...