স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লীগ টি-২০ এর সোমবারের দুটি খেলাই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। দিনের প্রথম খেলায় হাইভেল্ড লায়নস ও পার্থ স্কোরচার্স মুখোমুখি হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। টসের পরপরই খেলা পরিত্যক্ত করতে বাধ্য হয় প্রাপ্ত আম্পায়াররা। দিনের অপর খেলাটি ছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও ওটাগো ভোল্টসের মাঝে। বৃষ্টি বন্ধ না হলে দিনের দ্বিতীয় খেলাটি শুরু হোয়ার আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। কোনো খেলা না হওয়ার ফলে দলগুলি পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে।