মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রতিনিধি : বৃটিশ পার্লামেন্টের এমপি রোশনারা আলীর সাথে মঙ্গলবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতারা কেন্দ্রীয় বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধানে বৃটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করে রোশনারা আলীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এসময় তারা রোশনারা আলীকে আরোও অবহিত করেন, গত বছরের ২৩ এপ্রিল বিশ্বনাথে সহিংতায় মিথ্যা মামলা দিয়ে বিএনপির ৯০ নেতাকর্মী কারাগারে প্রেরণ করা হয়েছে। বিশ্বনাথের সার্বিক বিষয় নিয়ে তারা ব্যাপক আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন ধলা মিয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক আহমেদ নূর উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শেখ ডালিম, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক মানিক মিয়া, ছাত্রদল নেতা আব্দুস সামাদ সরকার, সুমন মিয়া প্রমূখ।