স্টাফ রিপোর্টার, ৬ মার্চ, বিডিটুডে ২৪ডটকম : বুধবারের বিক্ষোভে সরকার বাধা দিলেই হরতালের কর্মসূচি দিতে পারে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ‘আগামীকাল (বুধবার) দেশব্যাপী গণবিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। আমাদের এ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে কিংবা নিরীহ জনগণের ওপর গুলি চালালে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
দেশজুড়ে ‘গণহত্যার’ প্রতিবাদ ও একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে বুধবার সারা দেশে বিক্ষোভ করবে জামায়াত।