মোঃ ফুয়াদ মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন ভেন্ডার আর নেই। ১৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫ ঘটিকায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি দীর্ঘদিন যাবৎ হৃদরোগে আক্রান্ত ছিলেন। ১৯৭১ সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধে অংশ গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি বীর প্রতিকে ভূষিত হন। তিনি শ্রীপুর সাব-রেজিষ্ট্রী অফিসের একজন স্বনামধন্য ভিন্ডার ছিলেন। শ্রীপুর সাব-রেজিষ্ট্রী অফিস সংলগ্ন পাকা রাস্তাটি উনার নামে নাম করন করা হয়েছিল। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তাঁর দীর্ঘ দিনের সহ-কর্মীগণ, সহ-যোদ্ধাগণ এবং বিশিষ্টজনেরা। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।