আন্তর্জাতিক ডেস্ক: বিয়ের অনুষ্ঠানে বরের জন্য কনের উপহার ‘মুণ্ডু কেক’! অদ্ভুত শোনালেও ঘটনাটি সত্য। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এক নব দম্পতির বিয়ের অনুষ্ঠানে ঘটে গেল এমন রোমহর্ষক ঘটনা।
প্রিয় স্বামীকে ব্যতিক্রমী উপহার দেয়ার চিন্তা থেকে স্ত্রী নাটালি সাডিসারের (২৮) এ আয়োজন। নাটালি কাউকে না জানিয়ে তার স্বামী ও তার মাথার অনুকরণে কেক তৈরি করেছেন।
ঘাড় থেকে কাটা রক্তমাখা মুণ্ডু দেখলে যে কারওই গা শিউরে ওঠাটা অস্বাভাবিক নয়। বিয়ের অনুষ্ঠানে হলও তাই। বিয়েতে আসা আমন্ত্রিতরা মুণ্ডু কেক দেখে রীতিমতো চক্ষুচড়ক।
কিন্তু এত কিছু থাকতে কেন এই উপহার? এ প্রশ্নের উত্তরে নাটালি জানিয়েছেন, “তার স্বামী ডেভিড সাইডিসার হরর মুভি খুব পছন্দ করেন। তাই বিয়ের দিনটিতে তাকে ভড়কে দিতে তার এ ভিন্নধর্মী উদ্যোগ।”
উল্লেখ্য, নাটালি সাডিসার যুক্তরাষ্ট্রের একজন পুরষ্কার প্রাপ্ত কেক প্রস্তুত কারক। তার নিজের একটি কেক তৈরির প্রতিষ্ঠান আছে যার নাম সাডিসার কেক স্টুডিও।