স্পোর্টস ডেস্ক : বেশ জোরেশোরেই শুরু হয়েছে বিসিবির নির্বাচন প্রক্রিয়া। ধারণা করা হচ্ছে অল্প কয়েকদিনের মধ্যেই বিসিবি নির্বাচন পূর্ববর্তী সব দায়িত্ব সম্পন্ন করে ফেলবে। সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের জন্য নির্বাচন কমিশনার নিয়োগ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
এনএসসি সূত্রে জানা গেছে, বিসিবি নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এমাদুল হক এনডিসি, পিএসসিকে।
এ ব্যাপারে এনএসসি জানায়, ‘বিকেএসপির মহাপরিচালককে বিসিবির নির্বাচন কমিশন প্রধান করে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। তার সঙ্গে আরো দু’জন থাকবেন। তারা সহযোগী হিসেবে কাজ করবেন।’
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এই নিয়োগ অনুমোদন করেছেন বলেও জানা গেছে।
তবে, নির্বাচনের জন্যে ক্লাবগুলোর এবং জেলা-বিভাগের কাউন্সিলর চেয়ে চিঠি দেয়ার কাজ এখনো সম্পন্ন করেনি বিসিবি। ১৪ বা ১৫ সেপ্টেম্বর বিসিবি কাউন্সিলর চেয়ে চিঠি পাঠাবে বলে জানা গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, অক্টোবরে নির্বাচন আয়োজনের বিষয়ে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।