জাকির হোসেন পিংকু,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ‘সকল গর্ভধারণ হোক পরিকল্পিত’-প্রতিপাদ্যে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৭ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যেগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা কে,এম,উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির সভাপতি রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন ঝিলিম ইউপি চেয়ারম্যান তসিকুল ইসলাম,সমিতির নির্বাহী সদস্য সামসুল ইসলাম,পরিচালক ডা.দুরুল হোদা,সমিতির কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।