শাহ আলম,তাহিরপুর(সুনামগঞ্জ), প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার নারীদের অংশগ্রহনে উন্মোক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। নারীর অগ্রযাত্রা,ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের েেত্র বাধা নয় বরং পরিপূরক হওয়া। ২৫৫ জন নারী ও ৭০ জন পুরুষ অংশগ্রহনে সংলাপ অনুষ্ঠানে মুক্ত আলোচনায় ইভটিজিং,বাল্য বিবাহ,যৌতুক,নারী নির্যাতন সহ নারীদের সচেতনতামূলক অনেক তথ্যাদি উঠে এসেছে।
উক্ত সংলাপ অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন (ভাঃপ্রাঃ) উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ামিন খান । উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.তোফাজ্জল হোসেন,ভাইস চেয়ারম্যান আবুল কালাম,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মদিনা আক্তার,পলাশ ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান তানজিমা মাহজেবীন,উপজেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ূম,সাধারন সম্পাদক বেনজীর আহম্মদ মানিক,প্রেসকাব সভাপতি স্বপন কুমার বর্মণ,নারী প্রতিনিধি শিবানী সাহা, সলুকাবাদ ইউপি সদস্যা মাহফুজা আক্তার,পলাশ ইউপি সদস্যা জবা রানী দেবী, দোলন চাপা মহিলা সমিতির খাদিজা আক্তার,চালবন্দ মহিলা সমিতির জাবিনা আক্তার,দক্ষিণ বাদাঘাট ইউপি সদস্যা রেহেনা আক্তার,মহিলা সদস্যা সাহেরা খাতুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমান,প্রজেক্টরের মাধ্যমে সহযোগীতা করেন- ফতেপুর তথ্য কেন্দ্রের তারেক হায়দা