মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন আগামী শনিবার আল-হেরা শপিং সিটির কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনে অংশগ্রহনকারী সকল প্রার্থীদের পরিচিতি অনুষ্ঠাত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের এর সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পংকি খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ (সদর) ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ছয়ফুল হক। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু, যুগ্ন-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, মোহাম্মদ আলী শিপন, আব্দুস সালাম মুন্না, নূরউদ্দিন, জামাল মিয়া, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, খালেদ মাসুদ রনি, মামুনুর রশীদ মামুন, এসোসিয়েশনের সভাপতি প্রার্থী রাসেল আহমদ, জুবেল আহমদ, শেখ সালাহউদ্দিন, সহ-সভাপতি প্রার্থী রুহেল খান, রাকিব আলী, সাধারণ সম্পাদক মো. ফখরুল আহমদ, রহিম আহমদ, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী একেএম তুহেম, সহকারী নির্বাচন কমিশনার সুব্রত দে সুমন, কয়ছর আহমদ চৌধুরী প্রমুখ।