মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রতিনিধি : ‘স্বতন্ত্র বেতন স্কেল, প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত, সহকারি শিক্ষকদের বেতন উচ্চধাপে উন্নীত করাসহ ১২ দফা দাবি’ বাস্তবায়নের লক্ষ্যে টানা ৩ দিন ৩ ঘন্টা করে কর্মবিরতি পালন করেছে বিশ্বনাথ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। গত ১৪-১৬ সেপ্টেম্বর ওই কর্মসূচি পালন করেন নেতৃবৃন্দ। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুবিন (প্রধান শিক্ষক, মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়) ও সাধারণ সম্পাদক নিশি কান্ত পাল (প্রধান শিক্ষক, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) কর্মবিরতী পালনের সত্যতা নিশ্চিত করেন।