মোহাম্মদ আলী শিপন, বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথে সদ্য কারামুক্ত উপজেলা বিএনপির তিন নেতাকে সংবর্ধনা দিয়েছে উপজেলা ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ। শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা সভা অনুষ্টিত হয়। সভায় সংবর্ধিত অতিথির অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌছ খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন,দপ্তর সম্পাদক বশির আহমদ।
উপজেলা ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের আহবায়ক নিজাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্বাস আলী সুমনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা যুবদলের আহবায়ক আহমদ নুর উদ্দিন, সিনিয়র যুগ্ম-আহবায়ক সুরমান খান, সোহাগ আহমদ চন্দন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সেবুল মিয়া। এসময় উপস্থিত ছিলেন,ইলিয়াস মুক্তি যুবসংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ, সুমন মিয়া, জাহেদ আলী, মাসুদ আহমদ,সুমন, আইন উদ্দিন, রাহেল,কাইয়ুম, ইলিয়াস মুক্তি যুবসংগ্রাম পরিষদ নেতা মামুন আহমদ,শায়েক,জয়নাল,নাজিম উদ্দিন, জাহাঙ্গীর, শুকুর আলী যুবদল নেতা আলতাব আলী।
সভায় বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের গুম নামের কারাগার থেকে ইলিয়াস আলীকে ফিরে আনতে হবে। আন্দোলনের মাধ্যমে ইলিয়াসকে ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করা হবে। হামলা-মামলা,জেল-জুলুম নির্যাতন চালিয়ে ইলিয়াস আন্দোলন দমন করা যাবে না। অবিলম্ভে সিলেটের প্রিয় নেতা ইলিয়াসকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
প্রসঙ্গত,ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত বছরের ২৩ এপ্রিল সহিংসতার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় উপজেলা বিএনপির ৯০ নেতাকর্মী গত ২৫ আগষ্ট তারা জামিন চাইলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গত বুধবার জামিনে আটক ৯০ নেতাকর্মী কারামুক্তি লাভ করেন।
Home | ব্রেকিং নিউজ | বিশ্বনাথে কারামুক্ত তিন নেতা সংবর্ধিত : আন্দোলনের মাধ্যমে ইলিয়াসকে ফিরিয়ে দিতে সরকারকে বাধ্য করা হবে