গোপালগঞ্জ প্রতিনিধি : বিশিষ্ট সাংবাদিক মিয়া আরিফুজ্জামান রিফু (৬৫) আর নেই (ইন্নালিল্লাহে…রাজিউন)।রোববার সকালে ঢাকার শ্যামলী ক্যান্সার সোসাইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দির্ঘ্য দিন ক্যান্সার রোগে ভুগছিলেন গোপালগঞ্জের এই প্রবীণ সাংবাদিক।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মিয়া আরিফুজ্জামান রিফু গোপালগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো এবং নয়া দিগন্ত পত্রিকায় কাজ করেছেন।পরিবার সূত্রে জানাগেছে, তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের আড়পাড়ায় পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।